Tuesday, January 31, 2023
Sunday, May 8, 2016
মুম্বাইকে ১৭৮ রানের টার্গেট দিল সানরাইজার্স হায়দরাবাদ
ডেস্ক: মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ ১৭৮ রানের লক্ষ্য দিয়েছে রোহিত শর্মার দল মুম্বাই ইন্ডিয়ান্সকে ।
বিশাখাপত্তমে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ১৭৭ রান করেছে সানরাইজার্স। সবোর্চ্চ ৮২ রান করেন ওপেনার শিখর ধাওয়ান। এছাড়া ডেভিড ওয়ার্নার ৪৮ ও যুবরাজ সিং ৩৯ রান করেন। আইপিএলের ৩৭তম ম্যাচে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা করে হায়দরাবাদ। উদ্বোধনী জুটিতে ওয়ার্নার-ধাওয়ান তুলে নেন ৮৫ রান। ব্যক্তিগত ৪৮ রানে হরভজন সিংয়ের বলে পোলার্ডকে ক্যাচ দেন ওয়ার্নার। ৯১ রানে কেন উইলিয়ামসনের উইকেট হারায় হায়দরাবাদ। এরপর যুবরাজকে নিয়ে ৮৫ রানের জুটি গড়েন ধাওয়ান। আউট হবার আহে মাত্র ২৩ বলে ৩৯ রান করেন যুবি। ৫৭ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন ধাওয়ান।
Subscribe to:
Comments (Atom)
Weekly
-
Clear 1 2 3 + 4 5 ...
-
ডেস্ক: মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ ১৭৮ রানের লক্ষ্য দিয়েছে রোহিত শর্মার দল মুম্বাই ইন্ডিয়ান্সকে । বিশাখাপত্তমে টস হেরে প্...